বিনিয়োগ প্যাকেজটির আওতায় আছে স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাত। গেল এপ্রিল মাসে, দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির মধ্যে সাড়ে সাত বিলিয়ন ডলারের চুক্তিটি হয়।
আরও পড়ুন:
এক বিবৃতিতে মিশরের মন্ত্রিসভা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে উচ্চ বৈদেশিক ঋণের চাপ এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতি মোকাবিলায় এ প্যাকেজ সহায়তা করবে। শিগগিরই এই প্রকল্প চালুর হচ্ছে বলে জানায় কাতার ও মিশর।