আসছে বড়দিন, দেশে দেশে উৎসবের আমেজ। দুস্থ মানুষের জন্যও রয়েছে নানা আয়োজন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যে শিশুরা, ফিকে হচ্ছে না তাদের আনন্দও।
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসের রাজধানী এথেন্সের হায়া সোফিয়া শিশু হাসপাতালের অনকোলজি ইউনিট। রোগ নিরাময়ে ভর্তি শিশুদের কঠিন সময় একটু সহজ করার লক্ষ্যে বড়দিন সামনে রেখে মনভোলানো আয়োজন কর্তৃপক্ষের।
গ্রিসের উপ-স্বাস্থ্যমন্ত্রী মারিওস থেমিস্টোক্লিয়াস বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত শিশুরা কঠিন সময় পার করছে। তাদের সুন্দর অনুভূতি দেয়ার চেষ্টায় সান্তার সাথে দল বেঁধে উপহার বিলি করেন দমকলকর্মীরা।’
চিকিৎসাধীন শিশু রোগীদের জন্য মধ্যরাতে শুধু উপহার নিয়েই হাজির হননি দমকলকর্মীরা। উপহারও বিলি করেছেন অভিনব কায়দায়।
আরও পড়ুন:
শিশুদের চমকে দিতে উৎসবমুখর বাদ্য-বাজনায় হাসপাতাল ভবনের ছাদ থেকে ঝুলে ঝুলে জানালা দিয়ে দেখা দিচ্ছিলেন সান্তা ক্লজ। শিশু সন্তানরা যেন হঠাৎ তাদের দেখে ভয় না পেয়ে যায়, সেজন্য তাদের সাথে আগে থেকেই অপেক্ষা করছিলেন তাদের বাবা-মায়েরা।
সান্তা ক্লজের থেকে উপহার পাওয়া একজন বলেন, ‘পুরো বিষয়টা খুব মর্মস্পর্শী। আমাদের সবার জন্যই। এতো সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো এমন আয়োজন করলো গ্রিক ফায়ার সার্ভিস। লক্ষ্য- দৈনন্দিন জীবনে লড়াই করে বেঁচে থাকা প্রতিটি মুখে হাসি ফোটানো।