ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচলে কাজ করছে হুতি বিদ্রোহীরা

হুতি বিদ্রোহী
বিদেশে এখন
0

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে কাজ করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাই একের পর এক তাদের বিমানবন্দরে হামলা চালানো হচ্ছে। রোববার (৪ মে) এক বিবৃতিতে এ কথা জানান হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এদিকে, ইসরাইলি বিমান চলাচলের জন্য এবার নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিলো তুরস্ক।

আয়রন ডোমসহ কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলি ভূ-খণ্ডে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা, যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তাই হুতিদের মিসাইল হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। নীল নকশা আঁকেন এর শোধ নেয়ার।

হুতিদের পাশাপাশি ইরানের দিকেও অভিযোগের আঙুল তোলেন নেতানিয়াহু। হুতি ও তার সমর্থনদাতা ইরান উভয়কেই ইসরাইলে হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি তার।

ইসরাইলের বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা হুমকির মধ্যে আছি। এমনকি গোটা বিশ্বের জন্য হুতিরা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বেন গুরিওনে বিমানবন্দরে হুতির হামলার পরে তা স্পষ্ট হয়ে গেছে। আমরা তা সহ্য করবো না। এর শক্ত জবাব দেয়া হবে। ইরানের সমর্থনেই হুতিরা এতো বড় অভিযান চালিয়েছে। ইসরাইলের নিরাপত্তার স্বার্থে একচুলও ছাড় দেয়া হবে না।’

আরো পড়ুন:

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন না পেরোতেই তাই নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন গাজার ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিতে। আর তার এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে ক্যাবিনেট সদস্যরা।

ইসরাইল যতই বাড়াবাড়ি করুক না কেন তাদের উপযুক্ত জবাব দিতে কাজ করে যাচ্ছে ইরানসমর্থিত হুতিরা। রোববার এক বিবৃতিতে এ কথা জানান হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে তারা তৎপর বলেও জানান তিনি।

হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দিতে কাজ করছে হুতিরা। ইসরাইলের বিমানবন্দরগুলোতে তাই একাধিকবার হামলা চালানো হচ্ছে। বিশেষ করে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিওন হুতিদের টার্গেটে রয়েছে।’

শুধু হুতিরা নয় এবার তুরস্কও ইসরাইলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে। নিজেদের আকাশসীমায় ইসরাইলি বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আঙ্কারা। আর তুরস্কের এই নিষেধাজ্ঞার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যা মামলায় অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রীর আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছে তেল আবিব।

সেজু