ভারতের রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ১৬ রাজ্যে সতর্কতা

ভারতের রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
বিদেশে এখন
0

সময়ের আগেই বর্ষার দাপটে লণ্ডভণ্ড ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কর্ণাটকের প্রাদেশিক রাজধানী ও হাই-টেক শিল্পনগরী বেঙ্গালুরুতে রোববার থেকে টানা বৃষ্টিতে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। বেঙ্গালুরুতে রেকর্ড বৃষ্টি ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিম উপকূল এবং উত্তর-পূর্বাঞ্চলে সপ্তাহজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় ১৬টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তর প্রদেশ-রাজস্থানে গরমে উঠছে নাভিশ্বাস।

স্থানীয় সময় সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বেঙ্গালুরুতে ১০৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে, দুই বছরের মধ্যে একদিনে শহরের সর্বোচ্চ বৃষ্টিপাত এটি। আগামী শুক্রবার পর্যন্ত বেঙ্গালুরুতে আরো অন্তত তিনদিন জারি থাকবে ইয়েলো অ্যালার্ট। এর মধ্যেই কোমর পানিতে ডুবে থাকা নগরে নাজেহাল বাসিন্দারা।

স্থানীয়রা বলেন, তিন-চার ঘণ্টা, পাঁচ ঘণ্টার বেশি বৃষ্টি হলে রাস্তায় এভাবে পানি জমে যায়। আর আমাদের অ্যাপার্টমেন্টে তো বেজমেন্ট আছে। সেখানে সব গাড়ি আটকা পড়েছে। কোনো গাড়ি বের হতে পারছে না। আর সব মানুষের তো যাতায়াতের ব্যবস্থাই একদম বন্ধ হয়ে যায়। আপনি দেখুন, পুরো রাস্তা একদম বন্ধ হয়ে পড়ে আছে। ঘরের ভেতর পানি ঢুকে গেছে। অনেক অসুবিধা হচ্ছে। আমাদের প্রতিদিনের কাজ এখানেই হয়। এখন তো কাজ করার কোনো উপায়ই নেই।

এলাকাবাসী জানান, এটা মাত্র শুরু হওয়া কোনো সমস্যা নয়। যখনই বৃষ্টি হয়, প্রতিবার এমন অসুবিধায় পড়ি আমরা। এলাকার সব মানুষে দুর্ভোগ চরমে পৌঁছায়। কোনো যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। তাই পানি সরার জায়গাও নেই। রাস্তায় পানি জমে থাকে আর ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গুজরাটের দক্ষিণে আরব সাগরে সাইক্লোনের কারণে আজ (মঙ্গলবার, ২০ মে) থেকে মুষলধারে বৃষ্টির কবলে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, পুদুচেরি, গোয়া, কোনকানসহ সংলগ্ন উপদ্বীপ অঞ্চলগুলো। বলা হচ্ছে, পাঁচ থেকে ছ'দিন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া।

এছাড়া আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে মোট ১৬টি রাজ্যে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, লাদাখেও হালকা ঝড়বৃষ্টির আভাস আছে।

এদিকে আবহাওয়ার বিরূপ খেয়ালে বৃষ্টি-বন্যার বিপরীতে তীব্র তাপপ্রবাহে ও বিপর্যস্ত ভারতবাসী। উত্তর প্রদেশ, রাজস্থান আর মধ্য প্রদেশের অংশ বিশেষের ওপর দিয়ে এ ক'দিন তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। জ্যৈষ্ঠেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

সেজু