চোখে শান্তির পরশ বুলিয়ে দেয়া চেরি ফুলের সৌন্দর্য কানাডার বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে-ছিটিয়ে আছে। পশ্চিমের ব্রিটিশ কলাম্বিয়া থেকে পূর্বের নোভা স্কোশিয়া সবখানেই চেরি ফুলের সৌরভ। মধ্যভাগের টরন্টো তো পুরোটাই ফুলের রাজ্য এখন। নয়ানাভিরাম দৃশ্য উপভোগে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা। বাদ যাচ্ছেন না বসবাস করা বাংলাদেশিরাও।
জাপান সরকারের দেয়া উপহারের ফুল বর্তমানে কানাডার প্রকৃতিতে আশীর্বাদ। এপ্রিলের শেষ থেকে বিভিন্ন প্রদেশে ফুটতে শুরু করে চেরি। জুন পর্যন্ত যা মায়ার বাঁধনে রাখে আবদ্ধ। এই সময়টা কানাডায় না গরম, না ঠাণ্ডা। বুক ভরে শ্বাস নিতে তাই দর্শনার্থীরা বেরিয়ে পড়েন বিভিন্ন উদ্যান বা খোলা স্থানে। তাই উত্তর আমেরিকায় সব থেকে বেশি-বিদেশি পর্যটকও আসেন এ মৌসুমেই। কোটি কোটি ডলার আয় হয় পর্যটন সংশ্লিষ্ট খাত থেকে।