পাশাপাশি ৫৩ বছর বয়সী চালক মাদক গ্রহণ করেছিলো কী না, সে বিষয়ে চলছে তদন্ত। মারসিসাইড পুলিশের দাবি, শিরোপা উদযাপন প্যারেডের সময় আশপাশের রাস্তাগুলো বন্ধ ছিল।
তবে এক সমর্থকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার খবরে ওয়াটার স্ট্রিট দিয়ে প্রবেশ করে একটি অ্যাম্বুলেন্স। আর সেই অ্যাম্বুলেন্সের পেছনেই গাড়িটি ঢুকে পড়ে লিভারপুলের প্যারেডে। তবে গাড়ি চাপার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা না করার কথা পুনর্ব্যক্ত করেছে পুলিশ।