রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি: আবারো ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেনের একটি ট্যাংক
বিদেশে এখন
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আবারও ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেসময় রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু নিয়ে কথা বলেন তারা। যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্টকেই দুষছেন ট্রাম্প। জেলেনস্কি বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার। এদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার বিমানবন্দরে কিয়েভের নজিরবিহীন হামলার পর এবার ইউক্রেনের খারকিভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো রুশ সেনারা।। বুধবার এ অঞ্চলটিতে ২ টি মিসাইল ও ৯ টি শাহেদ ড্রোন দিয়ে হামলা করে বলে জানায় ক্রেমলিন। এতে আগুন ধরে যায় ঐ অঞ্চলের কয়েকটি ভবনে। ইউক্রেনের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন বলেও দাবি কিয়েভের।

এক অধিবাসী বলেন, ‘ভোর ৩টার দিকে খারকিভে হামলা করে রাশিয়া। ৯ টি শাহেদ ড্রোন ও ২ টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে তারা। শিল্পাঞ্চলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা করে রুশ সেনারা। এতে আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি ভবন।’

আরেক অধিবাসী বলেন, ‘একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাই। সেসময় স্কুলের বেজমেন্টে আশ্রয় নেয়ার পরামর্শ দেন আমার স্ত্রী। ভেবেছিলাম, কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ থেমে যাবে। তবে এটা অনেক বড় আগুন ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।’

একই দিন অধিকৃত সুমি, খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা প্রতিহতের দাবি করে রাশিয়া। সেসময় ইউক্রেনের ৩টি হিমার্স রকেট ও ১০৯ টি ড্রোন ভূ-পাতিতের দাবি করে দেশটি।

দু'দেশের এ যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেসময় রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার আলোচনা করেন পরাশক্তিধর এই দুই নেতা। এছাড়াও, তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকের অগ্রগতি নিয়ে ট্রাম্পকে বিস্তারিত জানান পুতিন। আলাপচারিতা হয় যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু কর্মসূচি ইস্যুতেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তাদের দীর্ঘ ১ ঘণ্টা ১৫ মিনিটের আলোচনার বিষয়টি তুলে ধরেন ট্রাম্প।

একইদিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চীফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়েরমাক। সেসময় রাশিয়ার হামলা থেকে বাঁচতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়েরমাক বলেন, ‘ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বাড়াতে হবে। শহরগুলোকে রক্ষা করতে পারছি না। দুর্ভাগ্যবশত রাশিয়া আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্রমাগত হামলা করে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সহায়তা বাড়াবে কীনা সে বিষয় স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন। তবে পশ্চিমাদের সামরিক জোট-ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনের জন্য মিলেছে ইতিবাচক সাড়া। হেগ সম্মেলনের আগে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোভূক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্ক রুত্তে। সেসময় ইউক্রেনকে সহায়তার পূর্ণ আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে ন্যাটোভূক্ত দেশগুলোর আকাশ প্রতিরক্ষা মজবুতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সেক্রেটারি জেনারেল মার্ক রুত্তে বলেন, ‘ন্যাটোভূক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। নেদারল্যান্ডসের হেগ সম্মেলনের আগে এটি শেষ বৈঠক। সামনের দিনগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে অর্থ বরাদ্দ বাড়াতে হবে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতেও বরাদ্দ বাড়ানো হবে।’

এতকিছুর পরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ার পেছনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কিকে খারাপ লোক উল্লেখ করে ট্রাম্প বলেন, বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছেন তিনি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এ খবর।

এএইচ