ইউনেস্কো জানায়, এতো সমস্যার পরও সমাধান আছে, সমুদ্রের সেই সক্ষমতা আছে মানুষের সহায়তা নিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার।
এর আগে, ২০১৭ সালে নিউইয়র্কে এই সম্মেলনের আয়োজন করেছিল সুইডেন আর ফিজি। ২০২২ সালে লিসবনে সমুদ্র সম্মেলনের আয়োজন করেছিল পর্তুগাল ও কেনিয়া।
এই সম্মেলন উপলক্ষে ফ্রান্সের নাইস শহরের রাতের আকাশ আলোকিত হয় ড্রোনের আলোকসজ্জায়। যেখানে আলোকসজ্জার মধ্য দিয়ে তুলে ধরা হয় সমুদ্রের জীববৈচিত্র্য।