নির্বাচনি প্রচারণা গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুইল উরিবে

মিগুইল উরিবে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের পাহারা
বিদেশে এখন
0

নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুইল উরিবে টারবে। ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

শনিবার রাজধানী বোগোতায় একটি সমাবেশে বক্তৃতার সময় বিরোধী দলীয় এই নেতাকে লক্ষ্য করে তিনটি গুলি করা হয়। যার মধ্যে একটি তার পায়ে এবং দুটি গুলি তার মাথায় লাগে।

তার অবস্থা এখন আশঙ্কাজনক। গুলির ঘটনার পর সমবেত লোকজন দিগ্বিদিক পালাতে শুরু করে। এ ঘটনাকে কলম্বিয়ার গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ৩৯ বছর বয়সী মিগুইল উরিবে।

এএইচ