ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের নিউজে বলা হয়েছে, ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশে যাত্রা শুরু করে।
ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছেই বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই আশাপাশের এলাকায় ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়।