প্রচণ্ড গরমে দিল্লি ও পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি

ভারতে তাপমাত্রায় ঊর্ধ্বগতিতে জনজীবনে প্রভাব
বিদেশে এখন
0

প্রচণ্ড গরমে ভারতের দিল্লি ও পাঞ্জাবে জারি রয়েছে রেড অ্যালার্ট। গতকাল বুধবার (১১ জুন) দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি ও পাঞ্জাবে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

কাঠফাঁটা রোদের তাপে পুড়ছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল। দিল্লি, পাঞ্জাব, রাজস্থান ও উত্তর প্রদেশে প্রচণ্ড গরম, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বুধবার দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আদ্রতার কারণে ৫১ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হচ্ছে সেখানে। তীব্র গরমে তাই নাভিশ্বাস সেখানকার বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া দিনমজুরেরা।

দিনমজুরদের মধ্যে একজন বলেন, ‘তীব্র গরমে দিল্লিতে মনে হয় আগুন জ্বলছে। মনে হচ্ছে মরুভূমিতে দাঁড়িয়ে আছি। অসহ্য গরম এখানে।’

আরেকজন বলেন, ‘পেটের দায়ে এই গরমের মধ্যেও রাস্তায় বের হতে হয়েছে। অন্যথায় না খেয়ে থাকতে হবে। সাধারণ মানুষ গরমের কারণে ঘরে থাকার চেষ্টা করছে।’

অসহ্য এই গরমে মানুষের পাশাপাশি চরম কষ্ট পাচ্ছে চিড়িয়াখানায় থাকা পশু-পাখি। তাই এ সময়টাতে তাদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ পশু চিকিৎসকদের।

এ পরিস্থিতিতে শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া সরাসরি সূর্যের আলোতে না যাওয়া, প্রচুর পানি খাওয়া ও দুপুরের প্রচণ্ড রোদে ঘরে থাকার পরামর্শ রাজ্য সরকারের।

শুক্রবার (১৩ জুন) দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

দিল্লির পাশাপাশি রেড অ্যালার্ট জারি রয়েছে পাঞ্জাবেও। প্রদেশটিতে বুধবার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে পাঞ্জাবের আবহাওয়া বিভাগ।

এসএইচ