ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ফ্লাইট ট্র্যাকার ম্যাপ
বিদেশে এখন
0

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

ইসরাইল ও ইরানের মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত থাকার কারণে বিমান চলাচল কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দেশের কোনও বিমানবন্দরে কোনও ফ্লাইট পরিচালনা করা হবে না।’—বাসস

এএইচ