ইরান-ইসরাইল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক
বিদেশে এখন
0

ইরান-ইসরাইল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলছে জরুরি বৈঠক। রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কূটনৈতিক আলোচনার মাধ্যমে দু'পক্ষের চলমান সংঘাতের নিরসনের উদ্দেশ্যেই মূলত এ বৈঠক। বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে পশ্চিমাদের ফলপ্রসূ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও এরইমধ্যে ইরানের দূতাবাস থেকে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।

এএইচ