ইরান-ইসরাইল সংঘাতে নেট দুনিয়ায় ভুয়া ছবি-ভিডিওর ছড়াছড়ি, উদ্দেশ্য অর্থ উপার্জন

ইরান-ইসরাইল সংঘাত নিয়ে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি ও ভিডিও
বিদেশে এখন
0

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে অনলাইনে জোয়ার উঠেছে মিথ্যা তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভুয়া ছবি ও ভিডিও'র। বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের সাধারণ মানুষের সমর্থন ‘ইসরাইলি সেনাবাহিনীর প্রতি’, এমন অপপ্রচারও চালাচ্ছে ইসরাইলপন্থিরা। অন্যদিকে, ইরানের সামরিক সক্ষমতা দেখানো তিনটি সর্বাধিক প্রচারিত ভুয়া ভিডিও ক্লিপ দেখেছে ১০ কোটির বেশি মানুষ। নেট দুনিয়ায় ভুয়া ছবি ও ভিডিও প্রচারের উদ্দেশ্য ভিন্ন। মূলত অর্থ উপার্জনের লক্ষ্যেই এই অসাধু পথ বেছে নিচ্ছেন অনেকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরাইল। জবাবে ইসরাইলেও চলছে ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইসরাইলি হামলার জবাবে তেহরানের শক্ত প্রতিক্রিয়া, কিংবা ইসরাইলের বিপরীতে ইরানের দুর্বলতা, পাল্টাপাল্টি দাবি আর অতিশক্তিতে তোলপাড় অনলাইনের দুনিয়া।

বিবিসির বিশ্লেষণ বলছে, ইসরাইলের সাথে যুদ্ধে ইরানের সাধারণ মানুষের মধ্যে সরকারবিরোধী জনমত প্রবল হচ্ছে, এমন তথ্য ছড়িয়েছে বিভিন্ন ইসরাইলপন্থি অ্যাকাউন্ট। এসব দাবির স্বপক্ষে বিক্ষোভ আর জনসমাবেশের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে। এমন কি তেহরানের রাস্তায় দাঁড়িয়ে 'ইসরাইলকে ভালোবাসি' বলে শ্লোগান দেয়ার দৃশ্যসম্বলিত ভিডিও-ও ভাইরাল হয়েছে।

অপপ্রচারে পিছিয়ে নেই ইরানপন্থিরাও। দেশটির সামরিক সক্ষমতা আর ইসরাইলে হামলা পরবর্তী পরিস্থিতি অতিরঞ্জিত করে ছড়িয়েছে শত শত ফেইক ভিডিও, যেগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে এমন তিনটি ভুয়া ভিডিওতে ভিউ হয়েছে ১০ কোটিরও বেশি।

সামাজিক মাধ্যম এক্সে তেহরানের সাথে সম্পৃক্ততা না থাকলেও ‘ডেইলি ইরান মিলিটারি’ নামের একটি ইরানপন্থি অ্যাকাউন্টে এক সপ্তাহে সাত লাখ থেকে অনুসারীর সংখ্যা শতভাগ বেড়ে ১৪ লাখে পৌঁছেছে। ব্যবহারকারীদের নিউজফিডে নিয়মিত উঠে আসা এমন অনেক অ্যাকাউন্টের একটি এটি। তবে যেসব অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চলানো হচ্ছে সেগুলোতে রয়েছে ‘ব্লু টিক’, অর্থাৎ অ্যাকাউন্টগুলোর নির্ভরযোগ্যতা এক্স স্বীকৃত। এসব অ্যাকাউন্টের পেছনে কারা, তা জানার উপায় নেই।


ইএ