পুতিন-আরাঘচি বৈঠক: ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া

চলতি বছরের এপ্রিলে পুতিন ও আরাঘচির সাক্ষাৎ
বিদেশে এখন
2

ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ইরানে চালানো আগ্রাসনকে ‘ভিত্তিহীন’ বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (সোমবার, ২৩ জুন) মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট এ কথা বলেছেন। কাঙ্খিত এ বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বৈঠকে। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন হামলার জবাবে করণীয় নির্ধারণে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আলোচনার শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন মন্তব্য করেন, ‘রাশিয়া ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত।’

আরো পড়ুন:

এ সময় পুতিন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো আক্রমণের সমালোচনা করে বলেন, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন।’

এদিকে আরাঘচি ইরানে মার্কিন হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। এ সময় রাশিয়া ইতিহাসের সঠিক দিকে দাঁড়িয়ে আছে বলে তাকে জানান।

আল জাজিরার প্রতিবেদন |ছবি: আল জাজিরা

আব্বাস আরাঘচি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার (পুতিন) প্রতি শুভকামনা জানিয়েছেন।

ইসরাইল-ইরান সংঘাতের সরাসরি আপডেট:

প্রসঙ্গত, গত সপ্তাহে পুতিন দাবি করেছিলেন, ইরান এখনো রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি। আজকের বৈঠকে সে বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনীতি বিশ্লেষকরা।

এএইচ