ভারতের হিমাচলে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, ভেসে গিয়ে নিখোঁজ ২০

ভারতের হিমাচলে আকস্মিক বন্যা
বিদেশে এখন
0

ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু হয়েছে। পানির তোড়ে ভেসে গিয়ে এখনো নিখোঁজ অন্তত ২০ জন। কাংড়া জেলার একটি খাদ থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া, ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক পানির তোরে ভেসে গেছে। যদিও বৃষ্টির কারণে প্রকল্পের কাজ বন্ধ ছিল। তবে এসব শ্রমিকরা প্রকল্পের কাছেই একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছিলেন।

পানির স্তর বেড়ে যাওয়ায় হুট করেই আকস্মিক বন্যা শ্রমিকদের ভাসিয়ে নিয়ে যায়। তাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। এদিকে কুল্লু জেলার বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যায় তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এসএইচ