ট্রাম্পের বিতর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছেন ৫১ সিনেটর

ডোনান্ড ট্রাম্প
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত কর কমানো ও ব্যয় সংকোচন বিল নিয়ে আলোচনা হয়েছে সিনেটে। এরইমধ্যে এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৫১ সিনেটর আর বিপক্ষে ৪৯ সিনেটর। ট্রাম্প চান আগামী ৪ জুলাইয়ের মধ্যে বিলটি আইনে পরিণত করতে। যদিও ট্রাম্পের এ বিল নিয়ে ফের সমালোচনা করেছেন বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও স্পেস এক্সের প্রধান ধনকুবের ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাসখানেক আগে দেশটির পার্লামেন্ট-কংগ্রেসে কর হ্রাস ও সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিল প্রস্তাব করেন। যা ‘বিগ, বিউটিফুল বিল’ বা ‘বিশাল, সুন্দর বিল’ নামেও পরিচিত। এর জের ধরেই মূলত ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ট্রাম্প। অবশেষে ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেন তিনি।

গেল ২২ মে ট্রাম্পের প্রস্তাবিত ৯৪০ পাতার এই বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় উত্থাপিত হয়। যেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক খাতে ১৫০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে এবং মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণ ও অভিবাসীদের বিতাড়িত করতেও বরাদ্দ বাড়ানো হবে। আর এই দুই খাতে ব্যয় বাড়াতে স্বাস্থ্য ও জ্বালানি খাতের ব্যয় কমানো হবে।

প্রতিনিধি সভায় এই বিলটি পাশের পর শনিবার আলোচনার জন্য তা মার্কিন সিনেটে তোলা হয়েছে। বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৫১ সিনেটর ও বিপক্ষে ৪৯ সিনেটর। সব ডেমোক্র্যাট সিনেটরদের পাশাপাশি দুই রিপাবলিকান সিনেটর এই বিলের বিরোধিতা করেন। কয়েক ঘণ্টা আলোচনার পর সিনেটের ভোটাভুটিতে এ ফলাফল আসে।

মার্কিন সিনেটর জন থুন বলেন, ‘আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিলটি খুবই নিরাপদ। এই বিলে মার্কিনদের কর হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশের প্রতিরক্ষা খাত সমৃদ্ধ হবে ও সীমান্ত নিরাপদের পাশাপাশি জ্বালানি সরবারহ বাড়বে।’

মার্কিন সিনেটর চাক শুমার বলেন, ‘রিপাবলিকানদের ভোটে যদি সিনেটে বিলটি পাশ হয়, তবে তারা শুধু তাদের কমিউনিটির মানুষদেরই ক্ষতি করবে না একই সঙ্গে তাদের রাজনীতির ভবিষ্যতকেও ধ্বংস করবে।’

সিনেটে আলোচনার মধ্য দিয়ে মার্কিন পার্লামেন্টে বিলটি পাশের সম্ভাবনা বেড়ে গেল কয়েকগুণ। অবশ্য প্রস্তাবিত 'বিগ, বিউটিফুল বিল'টি আগামী ৪ জুলাইয়ের মধ্যে সংসদে পাসের মধ্য দিয়ে আইনে পরিণত করতে চান ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, এই বিল নিয়ে আবারও ট্রাম্পের কঠোর সমালোচনা করলেন টেসলা ও স্পেস এক্সের নির্বাহী প্রধান ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেন, ‘সিনেটে যদি ট্রাম্পের প্রস্তাবিত বিলটি পাশ হয় তবে পুরো যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। চাকরি হারাবে কয়েক লাখ মানুষ। ভেঙে পড়বে শিল্প প্রতিষ্ঠানের কাঠামো। একে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক আত্মহত্যা বলছেন মাস্ক।’

ট্রাম্পের এই বিল নিয়ে সমালোচনা চলছে শুরু থেকেই। বিশ্লেষকেরা বলছেন, প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৮৫ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। কর হ্রাসের ফলে প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণের বেড়াজালে আটকে যেতে পারে ট্রাম্প প্রশাসন। এমনকি যুক্তরাষ্ট্রে ধনী-গরীব বৈষম্য তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা রয়েছে।

সেজু