আজ (রোববার, ২৯ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে, জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রা দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন।
সেই সময় রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি হয়। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা পুরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা নেয়ার পরও হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুরী জেলা প্রশাসক।