তীব্র গরমে বার্লিন চিড়িয়াখানায় প্রাণিকূলের হাঁসফাঁস

পাইপ দিয়ে হাতি শাবককে খাওয়ানো হচ্ছে পানি
পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

ইউরোপে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলেও। জার্মানির বার্লিন চিড়িয়াখানায় কমে গেছে পানির স্তর। এমন পরিস্থিতিতে প্রাণীদের খাদ্যাভাসে আনা হয়েছে পরিবর্তন।

জার্মানির বার্লিন চিড়িয়াখানা। পাইপ দিয়ে হাতি শাবককে খাওয়ানো হচ্ছে পানি, করানো হচ্ছে গোসল। তীব্র গরমে প্রাণীদের একটু স্বস্তি দিতে কর্তৃপক্ষের এই উদ্যোগ।

শুধু হাতি শাবক নয়, গরমে ওষ্ঠাগত চিড়িয়াখানার অন্য প্রাণীরা। গরমে পানির স্তর কমে যাওয়ায় ভোঁদড়, জলহস্তী, ভাল্লুকও পড়েছে বিপাকে। গরমে স্বাস্থ্য বিবেচনায় তাদের দেয়া হয়েছে ঠান্ডা খাবার।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, আগামীতে দেশটিতে বাড়বে আরো তাপমাত্রা। সে বিবেচনায় প্রাণীদের সুরক্ষায় নেয়া হয়েছে প্রস্তুতি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো জানায়, এরকম তাপমাত্রা মানুষ এবং প্রাণীদের জন্য ভালো নয়। যদিও কিছু প্রাণী আছে যারা কোন সমস্যা ছাড়াই গরম মোকাবিলা করতে পারে, বিশেষ করে অনেক হরিণ প্রজাতি। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও তাদের কোনও সমস্যা হয় না। আগামীতে জামার্নিতে তাপমাত্রা বাড়বে। আমরা আশা করছি এই পরিস্থিতি সামলে নিতে পারবো।

এদিকে, গরম উপেক্ষা করেই প্রতিদিনিই বার্লিন চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। শিশুদের পাশাপাশি প্রাণীদের সঙ্গে আনন্দে মেতেছেন তরুণ-তরুণীরাও। আনন্দ উৎসব মুঠোফোনেও বন্দী করছেন অনেকে।

সেজু