টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩

যুক্তরাষ্ট্রের বন্যা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এরমধ্যে ১৫ জনই শিশু। এখনও সন্ধান মেলেনি গুয়াডালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্প করতে আসা ২৭ কন্যা শিশুর। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বস্ত করেছেন, ভিন্ন ভিন্ন ইউনিট ব্যবহার করে দিনরাত উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

বিবিসি বলছে, শুক্রবার (৪ জুলাই) স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই নদীর ধারে এসেছিলেন ক্যাম্প করতে।

আচমকা বন্যার পানি লোকালয়ে প্রবেশের সময় ঘুমের মধ্যেই ভেসে গেছেন কেউ কেউ। অঙ্গরাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কার কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোররাত থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্য কবলিত সাড়ে ৮০০ বাসিন্দাকে।

তবে বিপদ এখনও কাটেনি বলে আশঙ্কা মার্কিন আবহাওয়া দপ্তরের। তারা বলছেন, আগামী কয়েকদিন ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

সেজু