নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

ইলন মাস্ক
বিদেশে এখন
0

বিতর্কিত বিগ বিউটিফুল বিল পাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ও ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা ইলন মাস্ক। আমেরিকা পার্টি নামে আত্মপ্রকাশ করবে এই দল বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

তিনি পোস্টে লেখেন, এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিরুদ্ধেই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

ইলন মাস্ক লেখেন, আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন। আপনারা তা পেতে চলেছেন! দুই-এক ব্যবধানে।

মাস্ক তার পোস্টে আরো লেখেন, আজ আমেরিকা পার্টি গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।

এক্সে দেয়া ইলনের পোস্ট |ছবি: এখন টিভি

এর আগে এক্সে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না এমন একটি জরিপের জন্য পোল চালু করেন মাস্ক। ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে। যার দুই-তৃতীয়াংশই নতুন দল পক্ষে ভোট দেন।

এদিকে শুক্রবার (৪ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্প বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ বা করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করেন। এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক।

এক্সে দেয়া ইলনের পোস্ট |ছবি: এখন টিভি

আরো পড়ুন:

এই বিল নিয়েই বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি ও শীর্ষ ধনকুবেরের মধ্যকার দ্বন্দ্বের সূত্রপাত। তাই ভোটাভুটির মধ্যেও একে অপরকে ঘিরে তীব্র সমালোচনায় মুখর ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। টেসলা সিইও জানিয়েছিলেন, বিতর্কিত বিলটি পাস হলে নতুন দল আমেরিকা পার্টি খুলবেন তিনি।

সেজু