বর্তমানে জার্মানির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নিউশভানস্টাইন প্রাসাদের নির্মাণকাজ শুরু হয় ১৮৬৯ সালে। তবে এই কাজ কখনোই শেষ হয়নি। ১৮৮৬ সালে বাভারিয়ার রাজা দ্বিতীয় লুডভিগের মৃত্যুর পর এই কাজ বন্ধ হয়ে যায়।
এখানে প্রতি বছর প্রায় ১৪ লাখ পর্যটক ভ্রমণ করেন। ১৯৫০-এর দশকে ওয়াল্ট ডিজনি এই প্রাসাদ সফরের পর এটিকে ডিজনির ক্যাসেল লোগোতে ব্যবহার করেন।
বিশ্ব ঐতিহ্যের মর্যাদাকে রাষ্ট্রীয় গৌরব হিসেবে দাবি করেছেন বাভাৃরিয়ার রাজ্যপ্রধান মার্কুস স্যোডার। তিনি বলেন, ‘আমাদের রূপকথার প্রাসাদের জন্য রূপকথাই সত্যি হলো।’