সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ভারতের

ময়মনসিংহ
সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি
বিদেশে এখন
1

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংস্কারে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ভারত। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আগ্রহের কথা জানায়।

এর আগে, ময়মনসিংহ জেলা শিশু একাডেমি কর্তৃপক্ষ হরিকিশোর রায় সড়কে অবস্থিত ২০০ বছরের পুরোনো একতলা বাড়ি ভাঙার কাজ শুরু করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়।

এর জেরে, শুরুতে এক্স বার্তায় উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লেখেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, ঐতিহ্যবাহী ঐ বাড়িটি রক্ষা করা প্রয়োজন। পাশাপাশি ভারত সরকারকেও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান মমতা।

এরপর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভবনটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে এর সংস্কারের প্রস্তাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেজু