জ্বালানি তেলের বিকল্প বাজার খুঁজছে ভারত

জ্বালানি তেলের ডিপো
বিদেশে এখন
0

রাশিয়ার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকিতে জ্বালানি তেলের বিকল্প বাজার খুঁজছে ভারত। দেশটির জ্বালানিমন্ত্রী জানান, এ বিষয় নিয়ে খুব একটা চিন্তিত না নয়াদিল্লি। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে আসতে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়ে রেখেছেন।

তা না হলে মস্কো থেকে আমদানিকারক দেশগুলোকে উচ্চ শুল্ক ও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির শীর্ষ দেশ ভারত। যা দেশটির মোট সরবরাহের প্রায় ৩৫ শতাংশ চাহিদা মেটায়।

ভারতীয় জ্বালানিমন্ত্রী জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আসলে, ভারত বিকল্প উৎস থেকে তেলের চাহিদা পূরণ করবে। তিনি বলেন, আগে ভারত ২৭টি দেশ থেকে তেল আমদানি করতো। বর্তমানে প্রায় ৪০টি দেশ থেকে তেল আসছে।

এছাড়া, গায়ানা, ব্রাজিল ও কানাডার মতো বাজারগুলো এখনো উন্মুক্ত আছে। চলতি বছরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে। মস্কো থেকে ভারতের মোট তেলের প্রায় অর্ধেক আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নায়ারা এনার্জি।

সেজু