তা না হলে মস্কো থেকে আমদানিকারক দেশগুলোকে উচ্চ শুল্ক ও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির শীর্ষ দেশ ভারত। যা দেশটির মোট সরবরাহের প্রায় ৩৫ শতাংশ চাহিদা মেটায়।
ভারতীয় জ্বালানিমন্ত্রী জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আসলে, ভারত বিকল্প উৎস থেকে তেলের চাহিদা পূরণ করবে। তিনি বলেন, আগে ভারত ২৭টি দেশ থেকে তেল আমদানি করতো। বর্তমানে প্রায় ৪০টি দেশ থেকে তেল আসছে।
এছাড়া, গায়ানা, ব্রাজিল ও কানাডার মতো বাজারগুলো এখনো উন্মুক্ত আছে। চলতি বছরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে। মস্কো থেকে ভারতের মোট তেলের প্রায় অর্ধেক আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নায়ারা এনার্জি।