বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে কলকাতায় তৃণমূলের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিদেশে এখন
0

ভারতে বাঙালি অভিবাসী শ্রমিকদের উপর নৃশংসতার অভিযোগে পশ্চিমবঙ্গের কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। এতে নেতৃত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসময় ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি অভিবাসী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধে জোর দাবি জানিয়েছেন তিনি। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় ৪০০ বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকের পর এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দাবি করছে, আটককৃতদের মধ্যে ২০০ পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিক।

কর্মকর্তাদের মতে, মে মাস থেকে উত্তরপূর্ব ভারতের আসাম, বিভিন্ন ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত ৩০ হাজারের বেশি বিদেশির মধ্যে ৩০৩ জনকে বাংলাদেশে নির্বাসিত করেছে।

সেজু