ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গতকাল (রোববার, ২০ জুলাই) কেএম বার্সেলোনা ভিএ- নামের জাহাজটিতে আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাণ বাঁচাতে অনেকেই জাহাজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। উদ্ধার কাজে সহায়তা করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরও তিনটি জাহাজ এবং আশপাশে থাকা মাছ ধরার ট্রলারগুলোও এগিয়ে আসে।
এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে কমপক্ষে ১৯ জনের প্রাণ গেছে।