ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না- নরেন্দ্র মোদির এমন বক্তব্যের রেশ না কাটতেই শুল্ক ইস্যুতে নয়াদিল্লির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলের মজুদ সংক্রান্ত চুক্তি সম্পন্নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এখানেই শেষ নয়, একই দিনে ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের কি চুক্তি হয়েছে- তা নিয়ে মোটেও বিচলিত নন তিনি। ভারত তার মৃতপ্রায় অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যাই করুক না কেন, তাতে ওয়াশিংটনের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
ট্রাম্পের এমন মন্তব্যে ভারতের রাজনৈতিক মহল উত্তপ্ত হলেও, ভিন্ন সুর কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় প্রধান রাহুল গান্ধীর কণ্ঠে। তিনি বলেন, ভারতের অর্থনীতি প্রকৃত অর্থেই মৃত। প্রধানমন্ত্রী মোদি ছাড়া এই তথ্য কারও অজানা নয় বলেও দাবি করেন তিনি।
আর কংগ্রেসের আরেক সংসদ সদস্য শশী থারুরের দাবি, ট্রাম্পকে খুশি করতে গিয়ে ভারতের খেটে খাওয়া মানুষের সঙ্গে অন্যায় করার কোনো অধিকার নেই মোদির।
এদিকে আম আদমি পার্টির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী মোদি প্রতিদিন ভারতকে অপমান করছেন। ট্রাম্পের সঙ্গে মোদির ঘনিষ্ঠতার চড়া মূল্য দিতে হচ্ছে ভারতের সাধারণ মানুষকে। শুল্ক ইস্যুতে মোদি নিজের অবস্থান পরিষ্কার না করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ বিজেপি বিরোধীদের।
যদিও বিজেপি নেতারা ফলাও করে প্রচার করছেন, মোদির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সফল হতে দেয়া হবে না। বিজেপি সরকার এর উপযুক্ত জবাব দেবে।