যদিও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে হুমকি হিসেবে দেখছেন না দিমিত্রি পেসকোভ। ক্রেমলিন মুখপাত্রের দাবি, বক্তব্যের মাধ্যমে পরমাণু উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। এটি চলমান প্রক্রিয়া।
সংবেদনশীল হওয়ায় ওয়াশিংটনের সঙ্গে এমন বিতর্কিত বিষয়ে জড়ানোর কোনো আগ্রহ নেই মস্কোর। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জবাবে চলতি সপ্তাহেই দুটি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছে মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।