ফ্রান্সে ১৯৪৯ সালের পর সর্বোচ্চ দাবানল, ১৭ হাজার হেক্টর পুড়ে ছাই

ফ্রান্সের দাবানল
বিদেশে এখন
0

১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স। দক্ষিণের ‘ওউদ’ অঞ্চলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর এলাকা।রেকর্ড তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ২ হাজার দমকলকর্মী।

ঝুঁকিতে থাকা কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। ১৭টি শহরে স্থাপন করা হয়েছে আশ্রয় কেন্দ্র। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন একজন, ক্ষতিগ্রস্ত ২০টির বেশি স্থাপনা। 

আরও পড়ুন:

এদিকে স্পেনের লা পেনা অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। শহরটি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে দেড় হাজারের বেশি বাসিন্দাকে। 

প্রতিবেশী পতুর্গালের আমারান্তে অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। দেশজুড়ে স্টেট অব অ্যালার্টের মেয়াদ ১৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে পর্তুগিজ সরকার।

এসএইচ