ফিলিপিন্সের জাহাজ তাড়া করতে গিয়ে দুই চীনা জাহাজের সংঘর্ষ

চীনা দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ
বিদেশে এখন
0

দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি টহল জাহাজকে তাড়া করতে গিয়ে চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ফিলিপিন্সের লুজন দ্বীপ থেকে প্রায় ১৪০ মাইল পশ্চিমে বিতর্কিত স্কারবোরো শোলের কাছে কর্মীরা জেলেদের সাহায্য বিতরণ করতে আসে। এ সময় চীনের কোস্ট গার্ড বাহিনী তীব্র গতিতে তাদের ধাওয়া করে।

এ সময় জলকামান দিয়ে ফিলিপিন্সের জাহাজটিকে প্রতিরোধের চেষ্টা করেও বিফল হয়। পরে তাড়া করতে গিয়ে চীনের নৌবাহিনীর আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।

দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল একটি বিবদমান অঞ্চল হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলটিকে চীন ও ফিলিপিন্স উভয়ই নিজেদের বলে দাবি করে আসছে।

সেজু