বিশ্ব রাজনীতির পট পরিবর্তনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে ১৫ আগস্ট

৭৯তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত
বিদেশে এখন
0

বিশ্ব রাজনীতির পট পরিবর্তনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে ১৫ আগস্ট। ভারত, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস। একইদিনে জাপানের জনগণ স্মরণ করছে ৮০ বছর আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়। এছাড়াও, তালেবানের শাসনভার পুনরায় গ্রহণের চতুর্থবার্ষিকী পালন করছে আফগানিস্তান।

৭৯তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। ঐতিহাসিক এ দিনটিতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন নরেন্দ্র মোদি। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) নয়াদিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১০৩ মিনিটের বক্তব্য রাখেন তিনি। যা ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসের দীর্ঘতম ভাষণ।

মোদির বক্তৃতায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিসহ বেশ কিছু প্রসঙ্গ। জানান, পাকিস্তানের পরমাণু হামলার হুমকি সহ্য করবে না ভারত। রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

দিনের সূচনালগ্নে রীতি অনুযায়ী লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন নরেন্দ্র মোদি। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার। বক্তৃতা শেষে শিশুদের সঙ্গেও দেখা করেন তিনি।

আরও পড়ুন:

অন্যদিকে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ফুল হাতে জড়ো হয়েছেন শত শত মানুষ। দেশটির সাবেক দুই শীর্ষ নেতা কিম ইল সাং ও কিম জং ইলের ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে এসেছেন শিশু থেকে বৃদ্ধ-সকলেই। সবসময় শত্রুভাবাপন্ন মনোভাব থাকলেও ৩৮ ডিগ্রি অক্ষ রেখার ওপারে দক্ষিণ কোরিয়ার চিত্রও একই।

৩৫ বছর পর জাপানের শাসন থেকে মুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটিকে প্রায় একই আবহে স্মরণ করছেন দুই কোরিয়ার বাসিন্দারা। ৮০ বছর ধরে ১৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দুই কোরিয়া। বিশেষ এ দিনটিতে সীমান্তে সামরিক কার্যক্রম পরিচালনা বন্ধে উত্তর কোরিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি পুনর্বহালের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার বর্তমান ব্যবস্থাকে সম্মান জানাই। কোনো আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে আমরা পুনরেকত্রীকরণ চাই না। শত্রুভাবাপন্ন কাজও অনুসরণ করবো না। আশা করি উত্তর কোরিয়া আমাদের পদক্ষেপকে সম্মান জানানোর মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে।’

নানা কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে ১৫ আগস্ট। এর মধ্যে একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির বিজয়। ১৯৪৫ সালের এই দিনে ইতালি ও জার্মানির পর প্রশান্ত মহাসাগরে মিত্র শক্তির বিরুদ্ধে হার মেনে নেয় অক্ষ শক্তির সবশেষ দেশ জাপান।

শেষ হয় ৬ বছর ধরে চলা ধ্বংসাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ৮০ বছর আগে পরাজয় মেনে নেয়া জাপানও চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃসহ স্মৃতি যেন আর ফিরে না আসে। শহীদদের প্রতি সম্মান জানানোর সময় দেশটির প্রধানমন্ত্রী জানান, আগামীতেও যুদ্ধ এড়িয়ে চলবে জাপান।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার ৮০ বছর কেটে গেছে। অনেকেই যুদ্ধের আসল ইতিহাস জানেন না। আমরা এমন ভয়াবহতার পুনরাবৃত্তি চাই না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকেও একই শপথ গ্রহণ করতে হবে।’

তবে অনেক জাপানির জন্য পরাজয়ের দগদগে ঘা শুকায়নি এখন। তাই দেশটির বিতর্কিত ইয়াসুকুনি সৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন অনেকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আক্রমণাত্মক মানসিকতার নিদর্শন হিসেবে মনে করা হয় বিতর্কিত এ সৌধকে। দর্শনার্থী ছাড়াও পরাজয়ের দিনটিকে স্মরণ করতে ইয়াসুকুনিতে দর্শনার্থী, উগ্র ডানপন্থি ছাড়াও দেখা গেছে মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে।

এদিকে তালেবানের শাসনভার পুনরায় গ্রহণের চতুর্থবার্ষিকী পালন করছে আফগানিস্তান। রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে শহরজুড়ে চলবে ফুলের বৃষ্টি।

সেজু