পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ২৫, তিন শতাধিক পর্যটক আটকা

বন্যা-ভূমিধস
বিদেশে এখন
0

ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, আজাদ কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়ায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। গিলগিট-বালতিস্তানের খালথি উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অর্ধ ডজনেরও বেশি বাড়ি। এখনো নিখোঁজ বেশ কয়েকজন। প্রবল স্রোতে ভেসে গেছে অনেকে।

এছাড়া, ভূমিধ্বসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বালতিস্তান ও সাদপাড়া সড়কের যোগাযোগ ব্যবস্থা।

বিভিন্ন এলাকায় জারি আছে জরুরি অবস্থা। এদিকে, মুজাফফরাবাদে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছে একই পরিবারের ছয়জন। বেশ কয়েকটি নদীর পানি অস্বাভাবিক হারে বেড়েছে।

সেজু