নাইজেরিয়ায় নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৪০

নাইজেরিয়ায় ডুবন্ত নৌকার ছবি
বিদেশে এখন
0

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোতে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে অন্তত ৪০ জন। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। এ খবর জানিয়েছে রয়টার্স।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া নৌকায় প্রায় ৫০ জনের বেশি যাত্রী ছিল। যাত্রীদের নিয়ে গতকাল রোববার (১৭ আগস্ট) সকালে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হলেও বাকী ৪০ জনই নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাডুবির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। নাইজেরিয়ায় নৌকা ডুবি একটি সাধারণ ঘটনা। বিশেষ করে দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে।

তবে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি নৌকা ডুবি হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে নৌকা ডুবির ঘটনায় সোকোতো রাজ্যে অন্তত ১৬ জন কৃষকের মৃত্যু হয়।

এফএস