এয়ার কানাডার কর্মীদের ধর্মঘট; বন্ধ থাকবে প্রায় ৫০০টি ফ্লাইট

এয়ার কানাডা প্রতিষ্ঠানের ধর্মঘট
বিদেশে এখন
0

বেতন বাড়ানোর দাবিতে কানাডার টরেন্টো ও ভ্যানকুভারে বিক্ষোভ করছেন দেশটির সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডার কর্মীরা। প্রতিদিন প্রায় ৫০০টি ফ্লাইট এ ধর্মঘটের কারণে বন্ধ থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ডাকা ধর্মঘটের কারণে স্থগিত রয়েছে এয়ার কানডার সব ফ্লাইট। এতে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন। সাময়িক এ অসুবিধার জন্য ভুক্তভোগী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন:

এরইমধ্যে ধর্মঘট উঠিয়ে নেয়ার জন্য আহ্বান জানায় দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) রাত ১২টা ৫৮ মিনিটে ধর্মঘট শুরু হয়।

এরআগেই এয়ার কানাডা তাদের কার্যক্রম সীমিত করা শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন প্রায় ৫০০টি ফ্লাইট এ ধর্মঘটের কারণে বন্ধ থাকবে।


এফএস