বাসা-বাড়ি বদলের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয় প্রয়োজনীয় জিনিসপত্র। বহু বছরের পুরোনো গাছ এক স্থান থেকে অন্যত্র সরানোর প্রচলন থাকলেও এবার সুইডেনে আস্ত একটি গির্জা সরিয়ে নিয়ে যাওয়া হবে ভিন্ন এক শহরে।
শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটছে সুইডেনের ল্যাপল্যান্ড অঞ্চলে। স্থানীয় সময় আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) থেকে শুরু হয়েছে ঐতিহাসিক কিরুণা গির্জা সরিয়ে নেয়ার কাজ। গির্জাটি নতুন ঠিকানায় নিয়ে যেতে লাগবে দুই দিন বলছেন সংশ্লিষ্টরা।
ভূমিধস ও ভূগর্ভস্থ লৌহ খনির সম্প্রসারণের কারণে গির্জাটির আশেপাশের এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান এলকেএবি। ৩০ বছরব্যাপী প্রকল্পের অংশ হিসেবে কিরুণা শহরের ৬ হাজার মানুষ ও ৩ হাজার বসতবাড়িও অন্যত্র সরিয়ে নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১১৩ বছর পুরোনো এবং ৬০০ টন ওজনের এই গির্জাটিকে ইতোমধ্যে এর ভিত্তি থেকে উপরে উঠিয়ে বিশেষভাবে তৈরি একটি ট্রেলারে তোলা হয়েছে।
লাল রঙের এ গির্জাটি সুইডেনের অন্যতম বৃহৎ কাঠের স্থাপনা এবং বহুবার দেশটির সবচেয়ে সুন্দর গির্জা হিসেবেও নির্বাচিত হয়েছে। প্রায় ১ শতাব্দীর বেশি পুরোনো এ গির্জাটি সরিয়ে নেয়ার কাজটি মূলত ইতিহাস রক্ষার তাগিদ থেকে করা বলছেন স্থানীয়রা।