নিউ জার্সির মার্গারেট শহর। গ্রীষ্ম পরবর্তী হ্যারিকেন এরিনের প্রভাবে রাতারাতি তলিয়ে গেছে শহরের প্রধান সড়কপথ। দুর্যোগ পরবর্তী ক্ষতি সামলাতে হিমশিম খাচ্ছেন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা।
বাসিন্দাদের একজন বলেন, ‘এটি গ্রীষ্মকালের সাধারণ আবহাওয়া নয়। পানির অবস্থা দেখে ভীষণ ভয়ে আছি। এর আগেও এমন তাণ্ডব দেখেছি আমরা’
শুক্রবার ( ২২ আগস্ট) ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হলেও এখনও বিপদ কাটেনি বলছে মার্কিন আবহাওয়া অফিস।
হ্যারিকেন এরিন চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড় যার উৎপত্তি আন্টলান্টিক মহাসাগরে। আপাতত ক্যাটাগরি ৪ এ পরিণত হলেও উত্তর-পূর্ব উপকূলে পৌঁছাতে এটির শক্তি আরও বাড়বে বলে আশঙ্কা আছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে হ্যারিকেন এরিন আঘাত হানে নিউ জার্সি ও নর্থ ক্যারোলাইনার উপকূলে।
মার্কিন আবহাওয়া অফিস নিশ্চিত করেছে হ্যারিকেনে পরিণত হবার সময় এরিনের কেন্দ্রবিন্দু ছিল কানাডার হেইলফ্যাক্স থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে। ধীরে ধীরে এটি দক্ষিণ আটলান্টিকের দিকে অগ্রসর হয়।
তীব্র বাতাস আর সমুদ্রে উত্তাল ঢেউ চিন্তায় ফেলেছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার বাসিন্দাদের। ২০ ফুট পর্যন্ত ঢেউ উপকূল ছাড়িয়ে লোকালয়ে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে।
ন্যাশনাল হ্যারিকেন সেন্টার বলছে, এরআগে বৃহস্পতিবার( ২১ আগস্ট) ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে পূর্ব উপকূল ও বারমুডার মধ্যে প্রবাহিত হয় ঘূর্ণিঝড়টি।
এদিকে টাইফুন লিংলিংয়ের তাণ্ডবে বিপর্যস্ত পূর্ব এশিয়ার দেশ জাপানের কিউসু প্রদেশের বাসিন্দাদের জনজীবন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমে আঘাত হানা এ টাইফুনে প্রভাবে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। আর কাগোশিমা শহরে শুক্রবার ৩২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিগত যে কোনো বছরের আগস্ট মাসের তুলনায় যা সর্বোচ্চ।
এছাড়া টাইফুনের প্রভাবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫টি ভূমিধ্বসের খবর মিলেছে জাপানে। ভারি বৃষ্টি ও ভূমিধ্বসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ স্থানীয় প্রশাসনের।