এসবিআইয়ের অভিযোগ, অনিল আম্বানি ও তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স ঋণের শর্ত ভঙ্গ করে লেনদেন করেন, এবং এর জেরে প্রায় ৩ হাজার কোটি রুপির ক্ষতির মুখে পড়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। অনিলের এমন কর্মকাণ্ডের জেরে এসবিআইয়ের ২৯ দশমিক ২৯ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে। মামলা দায়ের পর রিলায়েন্স কমিউনিকেশনস সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় অনুসন্ধান শুরু করেছে সিবিআই।
আরও পড়ুন:
যদিও স্টেট ব্যাংকের এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন অনিল আম্বানির মুখপাত্র। তিনি বলেন, ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যে অভিযোগ এনেছে, তা ১০ বছরের বেশি আগের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সে সময় প্রতিষ্ঠানের (রিলায়েন্স) নিত্যদিনের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন না অনিল আম্বানি।’
উল্লেখ্য, অনিল আম্বানি সর্বশেষ আলোচনায় এসেছিলেন সাত বছর আগে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় সন্দেহজনক লেনদেন হয়েছে। ওই লেনদেনে জড়িত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনিল আম্বানি। তবে দুজনই তখন সে অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। পরে ২০১৮ সালের ডিসেম্বরে ওই অভিযোগের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট তদন্তের আহ্বান খারিজ করে দেন।