অস্ট্রেলিয়ায় স্কুল বাস উল্টে এক ছাত্রীর মৃত্যু, আহত ১১

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল বাস
বিদেশে এখন
0

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান রাজ্যে একটি স্কুল বাস উল্টে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১১ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ২৮ জন শিক্ষার্থী নিয়ে বাসটি কলেজ গিলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় গিলং শহরের কাছে একটি রাস্তায় বাম দিকে মোড় নিতে গিয়ে উল্টে যায়। এতে হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন।

পরে আহত শিক্ষার্থীদের ভর্তি করা হয় হাসপাতালে। বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। এ ঘটনাকে মর্মান্তিক বলেছেন ভিক্টোরিয়া রাজের পুলিশ কর্মকর্তা।

৭৬ বছর বয়সী বাস চালক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এএইচ