ইসরাইলি ড্রোন হামলায় সিরিয়ার ৬ সেনা কর্মকর্তা নিহত

অস্ত্র হাতে সিরিয়ান সৈন্য
বিদেশে এখন
0

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরাইলি ড্রোন হামলায় মারা গেছেন দেশটির ৬ সেনা কর্মকর্তা। বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। দামেস্কের বাইরে নতুন করে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে নিন্দা জানানোর একদিন পরই এ হামলা চালানো হলো।

সিরিয়ার সংবাদমাধ্যম জানায়, দামেস্কের উপকণ্ঠে আল–কিশওয়াহ শহরের ঠিক পাশেই সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনারা। গেল ডিসেম্বরে বাশার আল–আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েক শ হামলা চালায় ইসরাইল।

আরও পড়ুন:

সেই সঙ্গে গোলান মালভূমির 'অসামরিক বাফার জোন' নিয়ন্ত্রণে নিতে দখল অভিযান আরও বিস্তৃত করেছে তারা। ইসরাইলের এমন পদক্ষেপ অবস্থান আন্তর্জাতিক আইন আর স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি লঙ্ঘনকারী একটি ভয়ংকর ও বিপজ্জনক পদক্ষেপ।

এএইচ