সিরিয়ার সংবাদমাধ্যম জানায়, দামেস্কের উপকণ্ঠে আল–কিশওয়াহ শহরের ঠিক পাশেই সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনারা। গেল ডিসেম্বরে বাশার আল–আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েক শ হামলা চালায় ইসরাইল।
আরও পড়ুন:
সেই সঙ্গে গোলান মালভূমির 'অসামরিক বাফার জোন' নিয়ন্ত্রণে নিতে দখল অভিযান আরও বিস্তৃত করেছে তারা। ইসরাইলের এমন পদক্ষেপ অবস্থান আন্তর্জাতিক আইন আর স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি লঙ্ঘনকারী একটি ভয়ংকর ও বিপজ্জনক পদক্ষেপ।