অবৈধভাবে ভারতে থাকা তিন দেশের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা

ভারতীয় ভিসার ছবি
বিদেশে এখন
0

ভারতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সুবিধা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়ন এড়াতে এই তিন দেশ থেকে ভারতে প্রবেশ বা আশ্রয় নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।

সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের যারা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করেছেন; তাদের সেখানে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশের নিপীড়িত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন।

যদিও ভারত সরকার সাধারণভাবে অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়; তবু বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেয়া হয়েছে।

এসএইচ