রাতে তৃতীয় দফার ভূমিকম্প দেখলো আফগানিস্তান, আহত ১৭

বিদেশে এখন
0

এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। গতকাল (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) রাতে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৭ জন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে গত রোববারের (৩১ আগস্ট) ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি দুই হাজার ২০০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছে সহায়তা আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এরইমধ্যে কয়েক লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।

একের পর এক ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত আফগানিস্তান। রোববারে ভয়াবহ ভূমিকম্পের আঘাত কাটিয়ে না উঠতেই আবারও ভূমিকম্পের আতঙ্কে আছেন বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫৬ মিনিটে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত হয়ে লোকজন বাইরে বেরিয়ে আসে। এখন বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কুনার প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নাঙ্গারহার ও কুনার প্রদেশে এ নিয়ে ছয় দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো আঘাত হানলো বড় আকারের ভূমিকম্প। যার কেন্দ্রস্থল ছিল পাকিস্তান সীমান্তের কাছে। এর আগে গেল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেপে উঠে আফগানিস্তানের পার্বত্য অঞ্চল। ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রত্যন্ত অঞ্চলগুলো।

আরও পড়ুন:

এদিকে গেল রোববারের ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি দুই হাজার ২০০ ছাড়িয়েছে। আহত সাড়ে তিন হাজারের বেশি। তালেবান সরকারের একজন মুখপাত্রের এসব তথ্য জানিয়েছেন। পাহাড়ি অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো মিলছে শত শত মরদেহ। হতাহতের আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা।

আন্তর্জাতিক সহায়তার সংস্থার তথ্য মতে, ভূমিকম্পে আফগানিস্তানে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৪ হাজার মানুষ। সাড়ে ছয় হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশের ৯৮ শতাংশ ঘরবাড়ি মিশে গেছে মাটির সঙ্গে।

এমন অবস্থায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে আহ্বান জানিয়েছে দেশটির তালেবান সরকার। এরইমধ্যে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ১১ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক মিলিয়ন ডলার করে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে। তবে তারা এই অর্থ সরাসরি তালেবান সরকারের হাতে দিতে রাজি না। তাদের সহায়তার অর্থ সাহায্য সংস্থার মাধ্যমে ব্যয় করা হবে।

এসএস