জিম্মিদের ফিরিয়ে না দিলে হামাসকে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি ইসরাইলের

বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস সদস্য
বিদেশে এখন
0

গাজা সিটির প্রায় ৩০টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার পর ইসরাইল জানিয়েছে, অস্ত্র সমর্পণ ও জিম্মিদের ফিরিয়ে না দিলে নিশ্চিহ্ন হয়ে যাবে হামাস। দেয়া হয়েছে গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি। এদিকে, গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও আকাশ থেকে লিফলেট ফেলেছে আইডিএফ। উপত্যকাটিতে ইসরাইলি হামলায় মঙ্গলবার নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা সিটি দখলে দিনের পর দিন বোমা হামলার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের বার বার শহর ছেড়ে অন্যত্র যাওয়ার নির্দেশ দিয়ে আসছে ইসরাইল। এবার তাদের সরে যাওয়ার জন্য আকাশ থেকে লিফলেট বিতরণ করছে ইসরাইলি সেনাবাহিনী। সেখানে বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে আইডিএফ।

লিফলেটে উল্লেখ করা হয়, পূর্বের শহর তুফাহ থেকে পশ্চিমে সমুদ্র সৈকত পর্যন্ত গাজা শহর ও এর আশপাশের বাসিন্দাদের উদ্দেশ্যে জরুরি সতর্কতা উল্লেখ করা হয়। বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী হামাসকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং বিশাল বাহিনী নিয়ে গাজা সিটিতে অভিযান চালানো হবে। নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় লিফলেটে।

আরও পড়ুন:

এ অবস্থায় শহরটির বাসিন্দাদের মধ্যে নতুন করে আতংক দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এখান থেকে সরে যাওয়া ছাড়া তাদের বেচে থাকার আর কোনো সুযোগ নেই।

অন্যদিকে গত শুক্রবার থেকে শহরটির বহুতল ভবনে বোমা হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরাইল। বোমা হামলায় প্রায় ৩০ টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানালেন, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে এবং জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে তারা নিঃশেষ হয়ে যাবে এবং গাজা ধ্বংস হয়ে যাবে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটির বাসিন্দারা। ইসরাইলি হামলার ভয়ে উপকূলের উত্তর থেকে দক্ষিণে বার বার স্থানচ্যুত হতে হয়েছে ফিলিস্তিনিদের।

ইএ