অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অন্যতম সম্ভাব্য প্রার্থী ছিলেন আন্দোলনে সরব থাকা এ মেয়র। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও জানান।
আরও পড়ুন:
এদিকে, তরুণ প্রজন্মের দাবি পূরণে প্রস্তুত বলে জানান সুশীলা কার্কি। দেশের পরবর্তী নেতা বেছে নিতে সেনাবাহিনীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে ৫ হাজারের বেশি তরুণ। তবে জেন-জিদের একটি দল অন্তর্বর্তী প্রধান হিসেবে সুশীলাকে মেনে নিতে রাজি নয়। এদিকে, দেশের আইনশৃঙ্খলা বজায়ে রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।
নেপালের ২৫টি জেলার কারাগার থেকে পালিয়েছে অন্তত ১৫ হাজার বন্দি। এদের মধ্যে শতাধিক বন্দিকে গ্রেপ্তার এবং ৭০টির বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধারে সক্ষম হয়েছে সেনাবাহিনী। দেশটিতে দুই দিনের সহিংস আন্দোলনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে এবং আহত ১ হাজারের বেশি।