মণিপুরে মোদির সফর ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ

ভারতের মণিপুর রাজ্যে
বিদেশে এখন
0

ভারতের মণিপুর রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে রাজ্যের চূরাচাঁদপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা হামলা চালায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজানো সমাবেশ স্থলে। ব্যানার, ফেস্টুন, বিজেপির পতাকাসহ বিভিন্ন সাজসজ্জা সামগ্রী উপড়ে ফেলে বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন:

একপর্যায়ে পুলিশ ও আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতার ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী (শনিবার, ১৩ সেপ্টেম্বর) মণিপুরে মোদির সফর ঘিরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর দশ হাজার সদস্য।

মণিপুর রাজ্যে ২০২৩ সালে শুরু হওয়া জাতিগত সংঘাত চলে প্রায় ২১ মাস। সংঘাতে প্রাণ হারায় আড়াই শতাধিক মানুষ। দাঙ্গা শুরুর পর একবারের জন্য মণিপুরে আসেননি মোদি।

এফএস