যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক স্টেটের স্থানীয় নেতাসহ নিহত ৫

আগ্নেয়াস্ত্র
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের একজন স্থানীয় নেতাসহ মোট ৫ সদস্য নিহত হয়েছে। সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটির প্রধান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত আইএস সদস্যরা পূর্ব সিরিয়ার দেইর এজোর এলাকার।

এদের মধ্যে আইএসের একজন নেতাও ছিলেন, যার দায়িত্ব ছিল ওই অঞ্চলে ড্রোন পরিচালনায় নেতৃত্ব দেয়া।

যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। ১৩ ডিসেম্বর আইএসের হামলায় মার্কিন সেনা ও অনুবাদক নিহতের পর গেল শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযানে যোগ দেয় জর্ডানের বিমান বাহিনীও।

আরও পড়ুন:

হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম জানায়, সিরিয়ায় আইএসের অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে মার্কিন বিমানবাহিনী।

সেজু