হুতি প্রধান মুহাম্মদ আল-ঘামারি নিহত, দায় স্বীকার করেছে ইসরাইল

মুহাম্মদ আল-ঘামারি
বিদেশে এখন
0

ইয়েমেনর বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনীর প্রধান সামরিক কর্মকর্তা মুহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল।

স্থানীয় সময় (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) হুতি বাহিনীর ঘোষণার পর, এ দায় স্বীকার করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

আরও পড়ুন:

এ ঘটনার পর এক বিবৃতিতে হুতি বাহিনী জানিয়েছে, ইসরাইলের সঙ্গে তাদের সংঘাত শেষ হয়নি। ইসরাইলের অপরাধের জন্য প্রতিকারমূলক শাস্তি দেয়া হবে বলেও জানায় গোষ্ঠীটি।

এরআগে গেলো আগস্টে ইসরাইল দাবি করেছিলো, ইয়েমেনের রাজধানী সানায় তারা হুতি বাহিনীর সামরিক প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছিলো। এবার তাকে হত্যার দায়ও স্বীকার করলো তেল আবিব।

এফএস