বিহারে ১২১ আসনে চলছে ভোট, জেন-জিদের প্রতি বিশেষ বার্তা রাহুলের

বিদেশে এখন
0

চলছে ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। ১৮টি জেলার ২৪৩টির মধ্যে ১২১টি বিধানসভা আসনে ভোট দিচ্ছে বিহারবাসী। বেলা ১১টা পর্যন্ত ২৭ দশমিক ৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে এনডিএ জোট বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ভোটগ্রহণ শুরুর আগে বিহারের ভাগ্য নির্ধারণ করতে জেন-জিদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

স্থানীয় সময় সকাল ৭টা শুরু হয়েছে ভারতের বিহারের বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লাখেরও বেশি।

বেলা ১১টা পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো ২৭ দশমিক ৬৫ শতাংশ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তার উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আরজেডির লালু যাদব এবং তেজস্বী যাদব এবং এলজেপির চিরাগ পাসওয়ান সহ শীর্ষ নেতারা এরেইমধ্যে ভোট দিয়েছেন।

পাটনার বখতিয়ারের একটি বুথে ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমার। ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন তিনি।

আরও পড়ুন:

ভোটগ্রহণ শুরুর পর বিহারে এনডিএ অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা বলেন মোদি।

ভোট দিয়েছেন মহা জোট বন্ধনের তেজস্বী যাদব। পটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা। ভোট দিয়ে বেরিয়ে লালু-পুত্র জানান, মহা জোট-বন্ধনের জয়ের বিষয়ে তিনি আশাবাদী।

এদিকে, ভোটগ্রহণ শুরুর আগে বিহারের বিহার নির্বাচনের প্রসঙ্গ তুলে জেন-জি দের বিশেষ বার্তা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমের পোস্টে রাহুল, বিহারের ভবিষ্যৎ নির্ধারণে তরুণদের আহ্বান জানান।

প্রথম ধাপের ভোটের পর আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোট। আর নির্বাচনের ফলাফল জানা যাবে ১৪ নভেম্বর।

ইএ