নির্বাচন সামনে রেখে মিয়ানমারে বিরোধী মতের ৯ হাজার বন্দির সাজা মওকুফ

জান্তা সরকার প্রধান
বিদেশে এখন
0

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী মতের প্রায় নয় হাজার কারাবন্দির সাজা মওকুফ ও কমানোর সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার জান্তাবাহিনী। তবে এরমধ্যে সাবেক গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি আছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী মতের ৩ হাজার ৮৫ জনের সাজা কমিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। আরও ৫ হাজার ৫৮০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

তবে যাদের সাজা কমানো ও মওকুফ করা হয়েছে তাদের মধ্যে কতজন রাজনৈতিক নেতাকর্মী তা নিশ্চিত হওয়া যায়নি। কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আর কবে নাগাদ তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হবে, সে বিষয়েও জানা যায়নি।

২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর ডিসেম্বরে দেশটিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

ইএ