নিউ ইয়র্ক সিটিতে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বিক্ষোভকারীদের বাধা

বিক্ষোভকারীদের পুলিশের বাধা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (২৯ নভেম্বর) ম্যানহাটনে অভিবাসন কর্মকর্তারা একটি অভিযান শুরু করতে গেলে তাদের পথ আটকে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন ভবনের পার্কিং লটে বিক্ষোভ শুরু করেন একদল বিক্ষোভকারী।

এসময় কাস্টমস অফিসারদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সর্বোচ্চসংখ্যক অবৈধ অভিবাসীকে দেশছাড়া করতে গুরুত্বপূর্ণ শহরগুলোতে অতিরিক্ত অভিবাসন কর্মকর্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন:

এতে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদে বসবাসকারী বহু নিরপরাধ মানুষ অভিযানের আওতায় পড়েছেন।

আইসিইর পরিসংখ্যান অনুযায়ী ১৫ নভেম্বর পর্যন্ত আটক প্রায় ৫৩ হাজার অভিবাসীর মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন।

সেজু