ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ড: এক মালিকসহ ৬ জন আটক

ব্রিচ বাই রোমিও লেনে ভয়াবগ আগুন
বিদেশে এখন
0

গোয়া নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় ক্লাবের চার মালিকের একজন অজয় গুপ্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে দিল্লি থেকে আটক করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নাইটক্লাবের প্রধান মহাব্যবস্থাপক রাজীব মোদক, মহাব্যবস্থাপক বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়ানশু ঠাকুর এবং কর্মচারী ভরত কোহলিকে আটক হয়েছেন। এখনো পলাতক বাকি ৩ মালিক সৌরভ ও গৌরব লুথরা এবং সুরিন্দর কুমার খোসলা।

আরও পড়ুন:

তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ জারি করেছে গোয়া পুলিশ। গেল শনিবার মধ্যরাতে উত্তর গোয়ায় বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবে আগুন লাগে। এতে ক্লাবের কর্মী ও পর্যটকসহ প্রাণ হারান অন্তত ২৫ জন।

গোয়া পুলিশ জানিয়েছে, ক্লাবটিতে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। এমনকি ছিল না জরুরি বহির্গমন পথও। যার ফলে আগুন ছড়িয়ে পড়লে সবাই আটকা পড়ে ভেতরে।

ইএ